দক্ষিণ সুরমায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হলেও সিলেট থেকে এখনও ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। পরে রাতেই উদ্ধার করা হয় লাইনচ্যুত বগিটি। এখন রেল চলাচল স্বাভাবিক হলেও সিলেট স্টেশনে আটকে রয়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। ট্রেনটি সকাল ৬টা ১৫ মিনিটে ছাড়ার কথা ছিল।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।
এর আগে, শনিবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের একটি ওয়াগন সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় লাইনচ্যুত হয়ে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর থেকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি, এবং অন্য কোনো ট্রেনও স্টেশনে প্রবেশ করতে পারেনি।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, তেলবাহী বগিটি রাতেই রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে এবং এখন রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কিছু সময়ের মধ্যে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।
আপনার মতামত লিখুন :