দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় লবণাক্ততা বৃদ্ধি ও নদী ভাঙনের ফলে এখানকার জনগণের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয় জনগণকে সচেতন করা, স্বাস্থ্যসেবা উন্নয়ন ও টেকসই অভিযোজন কৌশল গ্রহণ করা খুবই জরুরি।
জেলার সর্ব দক্ষিণের উপজেলা চরফ্যাশনের চর কুকরি মুকরিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও স্বাস্থ্যগত দুর্বলতা মোকাবেলায় স্টেকহোল্ডার কন্সাল্টেশন ওয়ার্কসপে বক্তারা এসব কথা বলেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে চর কুকরি মুকরি অ্যাডাপ্টেশন লার্নিং সেন্টারে এ কন্সালটেশন ওয়াকসপ অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর কারিগরি সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুকরি মুকরি রেঞ্জ কর্মকর্তা আশিস কুমার দে। সভা পরিচালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক ডা. মো. খলিলুর রহমান।
এছাড়াও ডা. তৈয়বুর রহমান, মো. শোয়েবুল ইসলাম, মো. মনিরুল হক প্রিন্স, মো. কামরুল হাসান, শাখা ইনচার্জ মোঃ হোসেন সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে চর কুকরি মুকরির পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করেন।
সভায় অংশগ্রহণকারীরা কুকরি মুকরির জলবায়ু-স্বাস্থ্য সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের ওপর জোর দেন এবং স্থানীয় পর্যায়ে কার্যকর অভিযোজন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :