শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মো. জামাল হোসেন, বেনাপোল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৫:১২ পিএম

মানবাধিকার সংগঠনের পরিচয়পত্র বাণিজ্য: প্রতারক আসাদের দৌঁড়ঝাপ

মো. জামাল হোসেন, বেনাপোল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৫:১২ পিএম

মানবাধিকার সংগঠনের পরিচয়পত্র বাণিজ্য: প্রতারক আসাদের দৌঁড়ঝাপ

ছবি: সংগৃহীত

যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের সাবেক ওলামালীগের সভাপতি নেছার উদ্দীনের ছেলে প্রতারক আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংস্থার পরিচয়পত্র করে দেওয়ার নামে চাঁদাবাজির প্রমান মিলেছে। যশোরের তিন উপজেলার প্রায় ২০০ জন ব্যক্তির কাছ থেকে পরিচয় পত্র ও লোগো সম্বলিত টি শার্ট দিয়ে জনপ্রতি ২ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছে। তিনি এ সংগঠনকে আস্থাভাজন করতে গত শনিবার ঢাকঢোল বাজিয়ে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা, বিএনপি ও জামায়াতের জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ ২৩ জনতে অতিথি করে পরিচিতি ও শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করে। তবে কোন অতিথি ওই অনুষ্ঠানে উপস্থিত হননি। এ সংবাদ প্রকাশ হওয়ায় আসাদুজ্জামান আসাদ শুরু করেছে দৌঁড়ঝাপ।

নিজেকে সাধু সাজাতে বিভিন্ন মহলে করছে দেন-দরবার। সাংবাদিকদের ও ম্যানেজ করার চেষ্টায় লিপ্ত হয়েছেন তিনি। তাকে দ্রুত আইনের আওতায় এনে তার পরিচয়পত্র বাণিজ্য বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ জনতা।

শার্শার বাগআঁচড়া বাজারে ড্রিমভিউ নামে কম্পিউটারের দোকান চালান কামাল হোসেন। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তা প্রদানকারী সংস্থা নামে একটি সংগঠনের কর্মী হিসেবে আইডি কার্ড নিয়েছেন এ বছর। এ কার্ড ও একটি লোগো সম্বলিত শার্ট নিতে হয়েছে তাকে। এজন্য তাকে খরচ বাবদ গুনতে হয়েছে ৫ হাজার টাকা। আর এ টাকা নিয়েছে বাগআঁচড়া এলাকার প্রতারক আলোচিত আসাদুজ্জামান আসাদ।

গোগা এলাকার শিক্ষক ইমানুর রহমান জানান, কিছু টাকার বিনিময়ে বাগআঁচড়ার আসাদ মানবাধিকার সংগঠনের কার্ড করিয়ে দিয়েছেন। এই কার্ড কি কাজে লাগবে জানতে চাইলে তিনি জানান, কোথাও কোনো ঝামেলায় পড়লে কার্ড বের করে দেখাতে পারবেন। আবার মাঝে মধ্যে সালিশ করে দু’পক্ষের আপস-মীমাংসা করা যাবে। এ ছাড়া পাওনা টাকা আদায় করে দেওয়া যাবে। এই সংগঠনের নামে তার পরিচিত আরও ১০-১২ জন বিভিন্ন পদবি দিয়ে কার্ড ব্যবহার করছেন বলে জানান।

এ ছাড়াও বাগআঁচড়া বাজারের সাতক্ষীরা লাইন বাস কাউন্টারের পরিচালক মনিরুজ্জামান মনির কাছ থেকে নিয়েছে ১৫০০ টাকা, ইছাপুর গ্রামের হেলালসহ ২৫ জনের কাছ থেকে জনপ্রতি ২০০০ টাকা করে নিয়েছে প্রতারক আসাদ।

শার্শা উপজেলার অনেক যুবক প্রতারক আসাদের কথার প্রলোভনে পড়ে টাকার বিনিময়ে এ মানবাধিকার সংঠনের নামে কার্ড নিয়েছেন। আসাদের শেখানো বুলির মাধ্যমে তারা এই কার্ড দেখিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা কৌশলে হাতিয়ে নিচ্ছেন অর্থ। শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় এভাবেই সে বিক্রি করেছে মানবাধিকার কার্ড। আর চাঁদাবাজি চলছে সংগঠনের নামে। অনেক অপরাধী ও মাদক ব্যবসায়ীকে মানবাধিকার কর্মী বানিয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছে সারাদেশে ৩০৫টি সরকার নিবন্ধিত মানবাধিকার সংগঠন আছে। যাদের অধিকাংশই মানবাধিকার রক্ষার কথা বলে প্রতারণামূলক কাজ করছে। বিভিন্ন পাড়া-মহল্লায় রয়েছে এদের জাল। বিভিন্ন এলাকায় রয়েছে শাখা-প্রশাখা। কতিপয় ভূয়া সংগঠনের লোকজন সেবা প্রার্থীদের ভূল বুঝিয়ে মানবাধিকারের নামে মিথ্যা শ্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারক আসাদ গং ও একই কাজে লিপ্ত হয়েছে।

শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদ মিলন বলেন, বর্তমানে মানবাধিকার সংগঠনের সরকারি রেজিস্ট্রেশন পাওয়া কঠিন, তার চেয়ে বেশি কঠিন নিবন্ধন বাতিল করা। আমাদের কাছে অভিযোগ এলে তদন্ত করা হয়। বেআইনি কার্যক্রম প্রমাণিত হলে নিবন্ধন বাতিলের জন্য উপর মহলে সুপারিশ করা হবে।

প্রতারক আসাদের পরিচয়পত্র বাণিজ্যের বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার ও  আইন সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মাহামুদুল হাসান মাহামুদ লায়নের কাছে জানতে চাইলে তিনি বলেন, পরিচয়পত্র বাণিজ্যের বিষয়ে আমার কাছে কোন অভিযোগ নেই। তবে আমাদের সংগঠনে আসতে হলে আমরা কিছু টাকা নেই। তবে আমাদের কোন কর্মী যদি পরিচয়পত্র বাণিজ্য করে বেশী টাকা নিয়ে প্রতারণা করে তার দায়ভার সংগঠন নিবে না। যদি অভিযোগ প্রমানিত হয় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে। 

আরবি/এসবি

Link copied!