ন্যায্য ভাড়া তালিকা প্রনয়ন ও নির্ধারিত স্ট্যান্ডের দাবিতে যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি পেশ করেছে এবি পার্টি ।
এসময় এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, চৌগাছা উপজেলায় ব্যাটারি চালিত ভ্যান ও ইজিবাইকের সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। যত্রতত্র পার্কিং এর জন্য চৌগাছা পৌরসভার বাজারে নাগরিকদের চলাফেরায় প্রতিবন্ধকতা ও গোলযোগ সৃষ্টি হয় প্রতিনিয়ত।
তিনি আরো বলেন, নির্ধারিত ভাড়ার তালিকা না থাকা এবং পাশাপাশি যাতায়াতের জন্য বিকল্প পরিবহন সুবিধা না থাকায় নাগরিকদের থেকে চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে । আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিনিধি হিসেবে জনগণের এই কষ্ট লাঘবে জন্য প্রশাসনের নিকট নাগরিক ও চালক উভয়েই স্বার্থ বিবেচনা করে ন্যায ভাড়ার তালিকা প্রনয়নের আবেদন নিয়ে এসেছি ।
এসময় জনমত জরিপের প্রস্তবিত ভাড়ার তালিকা তুলে ধরা হয় :
চৌগাছা বাজার থেকে ক্রয়ার পাড়া পর্যন্ত- ১০ টাকা
চৌগাছা বাজার থেকে চাঁনপুর মোড় পর্যন্ত- ১০ টাকা
চৌগাছা বাজার থেকে টেংগুরপুর মোড় পর্যন্ত -১০ টাকা
চৌগাছা বাজার থেকে রোস্তমপুর বাজার পর্যন্ত-১০টাকা
চৌগাছা বাজার থেকে মুক্তদাহ মোড় পর্যন্ত - ১০ টাকা
উপজেলার নব নিযুক্ত নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন আমরা পৌরসভার ও জেলা প্রশাসনের সাথে কথা বলে আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
আপনার মতামত লিখুন :