মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

মাকে মারধর করে ফ্লাট ভাংচুর-লুটপাট

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৭:১২ পিএম

মাকে মারধর করে ফ্লাট ভাংচুর-লুটপাট

ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সিগঞ্জের গজারিয়ায় গর্ভধারিণী মা‍‍`কে মারধর করে ছোট ভায়ের ফ্লাটের রক্ষিত আসবাবপত্র ভাঙচুর করে, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট করার অভিযোগ উঠেছে বড় ভাই উজ্জ্বল ভূইয়ার বিরুদ্ধে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের চরপাথালিয়া গ্রামের মৃত আবুল কাশেম ভূইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা আশরাফুল আলম জানান, আমি ও আমার স্ত্রী আমার মেয়েকে নিয়ে রাজধানী ঢাকার ডাক্তার দেখতে হাসপাতালে ছিলাম। সোমবার আমার মা একা বাড়িতে ছিল,সকাল সাড়ে দশটায় আমার আপন বড় ভাই উজ্জ্বল ভূইয়া(৩৮) ও তার স্ত্রী সালমা আক্তার সুমী (৩০), মাথাভাঙ্গা গ্রামের হিমেল(২৪), জোহরা বেগম(৫০) সহ অজ্ঞাত মামা ৩/৪ জন চরপাথালিয়া গ্রামের আমার বাড়িতে এসে ঘরের তালা ভেঙ্গে ফ্লাটে প্রবেশ করে ৪২ ইঞ্চি এলইডি টিভি কাঠের আলমারি, সুকেশ, ডাইনিং টেবিল,ভাংচুর করে আলমারিতে থাকা নগদ ৯ লক্ষ ৫০ হাজার টাকা এবং আমার স্ত্রীর রক্ষিত স্বর্ণের হার, চেইনসহ ১২ ভরি  ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। আমার মা এর বাধা দিতে গেলে তারা আমার মাকে এলোপাতাড়ি মারধর করে, আমার ভাই মায়ের গলাচেপে ধরে হত্যা চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে আসলে আমার মাকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে চলে যায়। আমি গজারিয়া থানা লিখিত অভিযোগ করেছি।

স্থানীয় মাসুদ ইঞ্জিঃ, আবুল হোসেনসহ একাধিক প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, চরপাথালিয়া গ্রামের আবুল কাশেম ভূইয়ার দুই ছেলে উজ্জ্বল ভূইয়া, ও আশরাফুল আলম। দুই ভাইয়ের নামে ক্রয়কৃত জমির উপর নির্মাণ করা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে। এরই মধ্যে কয়েক দফা আত্মীয়স্বজনের মারফতে বিবাদের মিমাংসাও হয়েছে। ছেলের বিরুদ্ধে মায়ের দায়ের করা মামলায় ওয়ারেন্ট হলে গত সপ্তাহে তার মামা চাচারা পারিবারিক ভাবে মিমাংসা করে দেয়। মামলা উঠানোর পরদিন পুনরায় উজ্জ্বল ভূইয়া মা কে মারধর করে তার আপন ছোট ভাই আশরাফুল আলম এর ফ্লাটে ভাংচুর করে। এ বিষয়টি খুবই নিন্দাজনক এই পাষন্ড সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, অভিযোগ পেয়েছি,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/এসবি

Link copied!