চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের সাগর উপকূলে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের হামলায় এক জেলে সাগরের ডুবে নিখোঁজ হয়েছে। এছাড়া আরও একজনকে অপহরণ করে নিয়ে যায় হামলাকারীরা।
জানা যায়, সোমবার বিকেলে বঙ্গোপসাগরের সীতাকুণ্ডে অংশে বাড়বকুণ্ডে সাগর উপকূলে রাম জলদাস ও তার সহোদর গৌর জলদাস মাছ ধরার জন্য সমুদ্রে যান। এ সময় তারা দেখতে পান, একটি চক্র অবৈধভাবে বাল্কহেড চালিয়ে বালু উত্তোলন করছে এবং তাদের মাছ ধরার জাল কেটে ফেলছে। দুই ভাই প্রতিবাদ করলে উত্তেজিত হয়ে চক্রের সদস্যরা রড ও লাঠি নিয়ে তাদের ওপর আক্রমণ চালায়।
এক পর্যায়ে রাম জলদাস (৩২) নামের এক জেলে সাগরে ডুবে নিখোঁজ হয়েছেন। এ ছাড়া আহত লিটন জলদাস ওরফে গৌর জলদাসকে (২৮) বোটসহ অপহরণ করে নিয়ে গেছে হামলাকারীরা। পরে চাঁদপুর থেকে আহত অবস্থায় গৌর জলদাসকে উদ্ধার করে নৌ পুলিশ।
অন্যদিকে, সন্ধ্যার পর চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে পুলিশ বাল্কহেডটি জব্দ করে এবং এতে থাকা ছয়জনকে গ্রেপ্তার করে।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়ালি উদ্দিন জানান, বিকেলে রাম ও গৌর জলদাস মাছ ধরতে গিয়ে দেখতে পান বালু উত্তোলনকারীরা তাদের বসানো জাল কেটে ফেলছে। বাধা দিলে তারা লাঠি ও রড দিয়ে তাদের উপর্যুপরি আঘাত করে। এরপর রাম জলদাসকে সাগরে ফেলে দেয় এবং গৌর জলদাসকে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ। নিখোঁজ রাম জলদাসের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।
সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, সাগরে নিখোঁজ জেলেকে উদ্ধারে নৌ পুলিশ কাজ করছে। তবে তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে অপহরণ করে নিয়ে যাওয়া জেলেকে নোয়াখালী সাগর উপকূল থেকে উদ্ধার করা হয়েছে। তাকে সেখানকার পুলিশের মাধ্যমে সীতাকুণ্ড মডেল থানায় আনার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :