তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের দুটি পয়েন্টে দ্বিতীয় দিনের মতো চলছে অবস্থান কর্মসূচি। এতে গতকাল (সোমবার) থেকেই বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন তিস্তাপাড়ে হাজার হাজার মানুষ।
আন্দোলনকারীদের দাবি দীর্ঘদিন থেকে ঝুলে থাকা তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন হলে রক্ষা হবে তাদের ঘর বাড়িসহ ফসলি জমি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাবেন। অনেকেই গতকাল থেকে এ অবস্থান কর্মসূচিতে অবস্থান করলেও, আজ সকাল থেকে যোগ দিচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ। এ ছাড়াও প্রায় ৩০ হাজার মানুষের জন্য সকাল ও দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে জেলার উলিপুর উপজেলার থেতরাই এলাকায় তিস্তার অববাহিকায় দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের অংশগ্রহণে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথমে সমাবেশ স্থলে পরে তিস্তার পানিতে নেমে মানববন্ধন কর্মসূচি পালন করে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। এ সময় ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে তিস্তাপাড়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক হায়দার আলী মিয়া, সদস্য ওবায়দুর রহমান বুলবুল, নুর মোহাম্মদ, আব্দুর রশিদ সরকার, তৌফিকুর রহমান লাভলু, আপন আলমগীর সহ প্রমুখ।
উল্লেখ্য, আজ এ আন্দোলন কর্মসূচিতে যোগ দিবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আপনার মতামত লিখুন :