কুষ্টিয়ায় অবৈধ স্যালো ইঞ্জিনচালিত যানবাহন বন্ধের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের চৌড়হাস মুকুল সংঘ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক এ মানববন্ধনে অংশ নেন ।
নিরাপদ সড়ক চাই (নিসচা) ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে অবৈধ এসব যানবাহন বন্ধের বিষয়ে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
নিসচার কুষ্টিয়া শাখার সভাপতি কে এম জাহিদ বলেন, অবৈধ যানবাহনের ফলে সড়কে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল চলছে।
আপনার মতামত লিখুন :