বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

যাত্রাবিরতীর দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৬:০০ পিএম

যাত্রাবিরতীর দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের বুড়িমারী থেকে চালু হতে যাওয়া আন্তনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেসের’ বিরতীর দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে কালীগঞ্জের তুষভান্ডার রেলস্টেশনের এ অবরোধের কারণে সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তনগর ট্রেন করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। এতে এই রুটে অন্যান্য ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়ে।

আন্দোলনকারীরা জানান, লালমনিরহাট থেকে ঢাকা রেলপথে চলাচলকারী আন্তনগর ট্রেন বুড়িমারী এক্সপ্রেসের যাত্রাপথ বাড়িয়ে বুড়িমারী থেকে ঢাকা পথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে লালমনিরহাট- বুড়িমারী রুটের বিভিন্ন স্টেশনের পাশাপাশি তুষভান্ডার স্টেশনের জন্য টিকিট বরাদ্ধ দিয়ে অনলাইনের আওতায় এনে অগ্রিম টিকিট বিক্রি করা হয়। কিন্তু হঠাৎ গত ১১ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষ ওই স্টেশনে আন্তনগর ট্রেনটি না থামানোর সিদ্ধান্ত নিয়ে টিকিট বিক্রি বন্ধ করে দেয়। এতে ক্ষুদ্ধ লোকজন পরদিন সিদ্ধান্ত বাতিলের দাবিতে প্রায় চার ঘন্টা রেলপথ অবরোধ করে।

দাবি পূরণ না হওয়ায় আজ আবারও ট্রেন আটকিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিক্ষুদ্ধরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন তারা।

আবু/এস

Link copied!