মোটরসাইকেল কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ০৬:৪২ পিএম

মোটরসাইকেল কিনে না দেয়ায় যুবকের আত্মহত্যা 

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সাটুরিয়ায় উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের শনিবার রাতে রাইল্লা গ্রামে ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। নিহত জসিম (২৭) সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়ন রাইল্লা গ্রামের মো. ফিরোজ হোসেন ছেলে।

স্হানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত যুবক মাদক সেবনে সাথে জড়িত ছিল। কয়েক দিন আগে জসিম তার পিতার নিকট মোটরসাইকেল দাবি করেন। জসিমের পিতা মো. ফিরোজ হোসেন মোটরসাইকেল কিনতে ছেলেকে নিষেধ করে এবং টাকা না দেওয়া কথা বলেন। অবাধ্য ছেলে জসিম পিতার প্রতি অভিমান করে শনিবার রাত আনুমানিক ১টায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরবি/জেডআর

Link copied!