মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

বিচারকদের জামিন দেওয়ার একচ্ছত্র অধিকার নেই: অ্যাটর্নি জেনারেল

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৫, ১০:২৭ পিএম

বিচারকদের জামিন দেওয়ার একচ্ছত্র অধিকার নেই: অ্যাটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত

আসামীদের জামিন দেওয়ার ব্যাপারে বিচারকদের একচ্ছত্র অধিকার নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার কার্যক্রম চালানো যাবে না বলেও জানিয়েছেন তিনি। বিচারকদের নতুন বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বানও জানান তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) যশোরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।

বিচারকদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘জামিন দেওয়ার একচ্ছত্র অধিকার আপনাদের নেই। ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার কার্যক্রম চালানো যাবে না। নতুন বিচার প্রক্রিয়া শুরু করতে হবে।’

যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে যশোর পিটিআই মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, সিআইডির অতিরিক্ত আইজি মতিউর রহমান শেখ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান খান প্রমুখ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!