মুন্সিগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৩৭

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ১১:২১ এএম

মুন্সিগঞ্জে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৩৭

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চলের পৃথক ৪ গ্রামে ৪ ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

শনিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী, উত্তর চরমুশুরা, দক্ষিণ চরমুশুরা ও চরকেওয়ার গ্রামে এ ঘটনা ঘটে। 

আশঙ্কাজনক অবস্থায় আল-আমিন (১৪), মেহেজাবিন (৭), মরিয়ম (৩), মিরাজ (৮), মাহাবুব (৮) ও নুসাইবাকে (৭) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উত্তর চরমুশুরা গ্রামের ডলি বেগম বলেন, দুপুর ২টার দিকে আমাকে একটি কুকুর কামড়ায়। পরে আরও বেশ কয়েকজনকে কামড় দিয়েছে। এ ছাড়া আরও কয়েকটি গ্রামে কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউল করীম বলেন, দুপুর আড়াইটার পর থেকেই কুকুরের কামড়ের শিকার হয়ে আহতরা হাসপাতালে আসতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। 

আরবি/এসআর

Link copied!