সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাই: আটক ২

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৮:১০ পিএম

আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাই: আটক ২

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় চলন্ত বাস থেকে এক নারী আইনজীবীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাস চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্টেশন রোডের ফলমন্ডির সামনে ৬ নম্বর রুটের একটি বাসে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আইনজীবী শেফায়েতুন নেছা সোমা জানান, ‘কোর্টে যাওয়ার উদ্দেশ্যে টাইগারপাস থেকে একটি ৬ নং বাসে ওঠে আমি চালকের পেছনের সিটে বসি। স্টেশন রোড ফলমন্ডি এলাকা আসলে ৬-৭ জন লোক বাসে ওঠে এবং তারা আমার কাছে এসে আমাকে সরে বসতে বলে।

এরপর একজন পেছন থেকে আমার গলার স্বর্ণের চেইন টেনে নিয়ে বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমি সঙ্গে সঙ্গে ‘চোর-চোর’ বলে চিৎকার করলেও বাস থেকে তাদের সহযোগীরা নামতে দেয়নি। এরপর একে একে সবাই নেমে গেলো।

পুরো ঘটনার সময় বাস চালক এবং সহকারী নিরব দর্শক ছিল। আমি মনে করি, চালক এবং হেলপার এই ঘটনায় সরাসরি জড়িত।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, ‘বাসে একজন নারী আইনজীবীর স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়ার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এছাড়া, আরও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি।

আরবি/জেডআর

Link copied!