বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বিএনপির দু’গ্রুপ ২৮ ফেব্রুয়ারি সভার আহবান করে। এ সভায় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।
একই দিনে একই মাঠে পাল্টা সভা করার ঘোষণা দিয়ে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে গত ১০ই ফেব্রুয়ারী বিএনপির সভা করার অনুমতির আবেদন করেন আশুগঞ্জ উপজেলার সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল বিপ্লব।
অন্যদিকে একই মাঠে সভা করার জন্য উপরোক্ত আবেদনের ১০ দিন পরে গত ২০ ফেব্রুয়ারি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মী সভা আহবান করে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া।
আবেদনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভুইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেওয়া হয়।আবেদনে শান্তিপূর্ণভাবে সভা করার বিষয়ে বলা হয় এবং এই সভায় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
এদিকে,আশুগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভা আয়োজনের জন্য গত কয়েকদিন যাবত মঞ্চ তৈরির কাজ করাকালিন গত বুধবার রাতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দেন। বিএনপির দুই গ্রুপের একই দিনে সভার আহবানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল জেলাসহ আশুগঞ্জ উপজেলাজুড়ে। এরই ধারাবাকিতায় বৃহস্পতিবার সকালে আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠের রুমিন ফারহানার সভাস্থলের নির্মাণাধীন সভাস্থলের স্টেজের পিছন থেকে অবিস্ফোরিত তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
এই বিষয়ে আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তকিম পাটোয়ারি জানান, আড়াইসিধা স্কুলের সামনে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল পড়ে থাকার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসি। ইতোমধ্যে সেনা সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, সভাস্থলে ককটেল পাওয়ার বিষয়টি আসলে রাজনৈতিক নোংরামি ছাড়া আর কিছু না। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে এগুলো করছে। কিছু লোক পরিচ্ছন্ন রাজনীতিতে টিকতে না পেরে এবং তাদের কর্মকাণ্ডে মানুষের কাছে গ্রহণযোগ্যতা না থাকায় তারা এসব করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :