সমাজের হতদরিদ্র মানুষের জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। সংগঠনটি বিভিন্ন সময় জনকল্যাণমূলক কাজ করে সমাদৃত হলেও, এবার তারা নিম্ন আয়ের মানুষের কাপড় বিনামূল্যে ধোয়ার ব্যবস্থা করেছে।
২৭ ফেব্রুয়ারি, সকালে নগরীর ষোলশহর রেলস্টেশন এলাকায় এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করেন প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “সমাজের ভাসমান মানুষরা তাদের কাপড়চোপড় নিয়মিতভাবে পরিষ্কার করার সুযোগ পান না। শীতে বিভিন্ন মানুষ ও সংগঠন থেকে উপহার পাওয়া কম্বলগুলো তারা মাসের পর মাস ধোয়া ছাড়াই ব্যবহার করে। ফলে তারা এলার্জিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাদের স্বাস্থ্যকে নিরাপদ এবং পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, ‘আমাদের ভ্রাম্যমাণ মেশিনের সাহায্যে প্রতিদিন ১০০ জন মানুষ কাপড় ধোয়ার সুযোগ পাবেন। এছাড়াও যারা কাপড় পরিস্কার করতে আসবেন তারা একটি টুথব্রাশ, পেস্ট, সাবান ও একটি নাস্তা উপহার হিসেবে পাবেন।
আপনার মতামত লিখুন :