যান্ত্রিক ত্রুটির কারণে ফের যমুনায় সার উৎপাদন বন্ধ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৭:৩৫ পিএম

যান্ত্রিক ত্রুটির কারণে ফের যমুনায় সার উৎপাদন বন্ধ

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের দ্বিতীয় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় এ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফের উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। 

কারখানার প্রশাসন জিএম দেলোয়ার হোসেন বলেন, ২০২৪ সালে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসিআইসি। এ জন্য সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যমুনা সারকারখানায় গত বছরের  ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন আন্ড ডিস্ট্রিবিউশর কোম্পানি। এরপর থেকেই  ১৩ মাস ২৩ দিন কারখানায় উৎপাদন বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারি বিকেলে গ্যাসে সংকটের দায় দিয়ে ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হলেও ৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হলো।


 

আরবি/জেডআর

Link copied!