মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

রমজানকে স্বাগত জানিয়ে চৌগাছায় জামায়াতের মিছিল

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৭:২৭ পিএম

রমজানকে স্বাগত জানিয়ে চৌগাছায় জামায়াতের মিছিল

ছবি: রূপালী বাংলাদেশ

যশোরের চৌগাছায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় চৌগাছা কামিল মাদরাসা মাঠ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোটচাঁদপুর বাসস্ট্যান্ডে সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, সাবেক আমীর ও হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিন, মাওলানা নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম খান, মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, অর্থ-সম্পাদক মাস্টার ইমদাদুল হক, অফিস সম্পাদক মাওলানা শামসুর রহমান, পৌর আমির মাওলানা আব্দুল খালেক, পৌর সেক্রেটারি ডা. জিল্লুর রহমান প্রমুখ।

মিছিল শেষে সমাবেশে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদের সঞ্চালনায় নেতৃবৃন্দ বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ করতে হবে। দিনের বেলা পানাহার বন্ধ রাখতে হবে। তারা হোটেল রেস্তোরাঁ মালিকদের প্রতি আহবান জানান, দিনের বেলা দোকান খোলা রাখলে যেন অন্তত পর্দা ব্যবহার করেন। যেন অন্য রোজাদারদের কোন অসম্মান না হয়।

 

আরবি/জেডআর

Link copied!