বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সোনারগাঁয়ে ফ্যাক্টরির বর্জ্যে পরিবেশ দুষণের প্রতিবাদে মানববন্ধন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৮:৩৪ এএম

সোনারগাঁয়ে ফ্যাক্টরির বর্জ্যে পরিবেশ দুষণের প্রতিবাদে মানববন্ধন

ছবি: রূপালী বাংলাদেশ

সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের তালতলায় অবস্থিত গ্যাস্টন ব্যাটারি লিমিটেড ও মহিউদ্দিন পেপার মিলের বিষাক্ত বর্জ্য খালে ফেলে পানি ও পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (১লা মার্চ) বিকেলে উপজেলার মালিপাড়া ব্রীজে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, উপজেলা জাসাস এর সভাপতি আমির হোসেন, সহ এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। 

এ সময় আল মুজাহিদ মল্লিক বলেন, জামপুর ইউনিয়নে তালতলায় অবস্থিত গ্যাস্টন ব্যাটারি লিমিটেড ও মহিউদ্দিন পেপার মিলস এর বিষাক্ত বর্জ্য খালে ফেলে এলাকার পরিবেশ দুষণ করে যাচ্ছে এতে খালের পানি দুষণ হচ্ছে। প্রায় কয়েকটি এলাকার মানুষ ভোগান্তিতে পড়ে এবং এলাকায় ফসলের ব্যাপক পরিমানে ক্ষয়ক্ষতি হচ্ছে। খালের পানিতে মানুষ নামতে পারে না, এই পঁচা পানির কারনে বিভিন্ন রোগ বালাই ছড়িয়ে পড়ছে। পরিবেশ অধিদপ্তরের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন অচিরেই যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং এই বর্জ্য যদি খালে ফেলা বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় এলাকাবাসী বলেন, গ্যাস্টন ব্যাটারি ও মহিউদ্দিন পেপার মিলস এর বজ্যে প্রতিদিন খালের পানি দুষিত হচ্ছে যা পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আগে এই খালে অনেক মাছ দেখা যেত কিন্তু বর্তমান সময়ে মাছ তো দুরের কথা খালে পানি ও নেই যা বর্জ্যে ডেকে গেছে। পানির দুর্গন্ধে পুরাে এলাকায় ছড়িয়ে পড়ছে তাই আমরা এলাকাবাসী দাবি জানাই বিভিন্ন কোম্পানির বর্জ্য যেন এই খালে না ফেলা হয়।

আরবি/জেডআর

Link copied!