হালুয়াঘাটে প্রভাবশালীর বিরুদ্ধে একটি সরকারি ব্রিজ ভেঙে নিয়ে যাওয়ায় অভিযোগ উঠেছে। সোমবার (৩ মার্চ) দুপুরে জুগলী ইউনিয়নের সংড়া গুচ্ছগ্রাম সংলগ্ন এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জুগলী ইউনিয়নের সংড়া গুচ্ছগ্রাম সংলগ্ন খালের উপর লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি) এর অর্থায়নে নির্মিত একটি ব্রিজ ভেঙে প্রভাবশালীর বাড়িতে নিয়ে যাওয়ায় এলাকাজুড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগে স্থানীয় দেলোয়ার হোসেন ব্রিজটি ভেঙে তার বাড়িতে নিয়ে যায়। এখন আমাদের চলাচলের চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থল পরিদর্শনপূর্বক উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খানকে অবহিত করে। পরে তিনি জুগলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও প্যানেল চেয়ারম্যানকে বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হেসেন বলেন, ব্রিজটি আমার নিজের টাকায় করা, তাই আমি ভেঙে নিয়ে গেছি। পরে প্রয়োজন হলে আবার নির্মাণ করব।
এ ঘটনায় জুগলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ব্রিজটি সরকারি অর্থায়নে করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :