রিকশাচালককে পেটানো সেই সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১০:০০ এএম

রিকশাচালককে পেটানো সেই সমাজসেবা কর্মকর্তা বরখাস্ত

ছবি: সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় রিকশাচালককে পেটানোর ঘটনায় সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ (প্রশাসন ও শৃঙ্খলা) শাখার এক প্রজ্ঞাপনে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রিকশাচালককে নির্দয়ভাবে প্রহার করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এ ধরনের আচরণ সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ অধিদপ্তরের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।

 সরকারি কর্মচারী হিসেবে তার (জাহিদ হাসান) এ ধরনের আচরণ অশোভনীয়, অসংগত, চাকরি শৃঙ্খলাপরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাই সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একটি সিসি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, কোয়ার্টারের সামনে জাহিদ হাসান এক রিকশাচালককে পায়ের জুতা খুলে পেটাচ্ছেন। পরে প্রাইভেট কারের ব্যাকডালা থেকে লাঠি বের করে চালকের শরীরে ও রিকশায় আঘাত করতে থাকেন তিনি। এ ছাড়া গালাগাল করতেও দেখা যায় তাকে।

ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর সোমবার পর্যন্ত দুই দিনের ছুটি নেন জাহিদ। রোববার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে ঘটনার জন্য তিনি অনুতপ্ত হন। নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন ওই সমাজসেবা কর্মকর্তা।

এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান বলেন, অপেশাদার আচরণের দায় এড়ানোর সুযোগ নেই। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরবি/জেডআর

Link copied!