বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ১০:৫৭ এএম

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ছবি: আটক শরিফুল ইসলাম

রংপুরের মিঠাপুকুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের শিকার হয়েছেন। পরে স্থানীয়রা ছোট ভাইকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মরদেহ মিঠাপুকুর থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বালুপাড়া গ্রামের মৃত মতিয়া মিয়ার বড় ছেলে আতিয়ার রহমানের (৫৫) সঙ্গে ছোট ভাই শরিফুল ইসলামের (৪০) জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শরিফুল মাদকাসক্ত স্থানীয়রা সালিশে বিষয়টি নিষ্পত্তি করতে পারেনি। এরই মধ্যে গতকাল সকালে বড় ভাই আতিয়ার রহমান বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিলেন।

এ সময় ছোট ভাই শরিফুল ইসলাম সম্পত্তি ভাগাভাগি নিয়ে তার সঙ্গে বাগবিদণ্ডায় ক্ষিপ্ত হয়ে শরিফুল কোদাল দিয়ে আতিয়ারের মাথায় এলোপাতাড়ি কোপাতে থাকেন ও কাস্তে দিয়ে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গ্রামবাসীরা শরিফুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে থানায় মামলা হয়েছে।
 

আরবি/এসআর

Link copied!