ভোলার তজুমদ্দিনে শেখ হাসিনার পরিবার ও আওয়ামী লীগ নেতার নামে বিদ্যালয়ের নামকরণ থাকায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফজিলাতুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে তজুমদ্দিন আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলকপুর
ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে গোলকপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করা হয়েছে।
রোববার (২ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়–২) রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ অনুযায়ী তজুমদ্দিন উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে। বর্তমানে তজুমদ্দিন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১০ টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ২৮৫ জন। কর্মরত শিক্ষক ৫৮৬ জন।
তজুমদ্দিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. এনায়েতুর রহমান বলেন, নাম পরিবর্তনের চিঠি পেয়েছি। এরমধ্যে বিদ্যালয়গুলোর সাইনবোর্ড নতুন নামে করার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :