বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন

সাভার প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৭:৩১ পিএম

আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে জুম্মার নামাজের আগমুহূর্তে আশুলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার মো. শরিফের ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, জুম্মার নামাজের আগমুহূর্তে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় জিরাবো ফায়ার সার্ভিসের আরও ইউনিটকে তলব করা হয়। পরে জিরাবো ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে। 


 

আরবি/জেডআর

Link copied!