মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

জয়পুরহাট ক্ষেতলালে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৭:৩৪ পিএম

জয়পুরহাট ক্ষেতলালে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রসুলপুর গ্রামে সাফায়াত (৪) ও ফারহান (৪) নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার (৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নওশিন নাজিয়া নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের সরোয়ার হোসেনের চার বছরের শিশুপুত্র ও প্রতিবেশি সোহাগ হোসেনের একই বয়সের শিশুপুত্র ফারহান বাড়ির পাশে খেলছিলো। হঠাৎ করে তারা বাড়ির পাশেই একটি পুকুরে পড়ে যায়। এ সময় তাদের দেখতে না পেয়ে পরিবার অনেক খোঁজা-খুঁজির করে।পরে বিকেল সাড়ে চারটার দিকে পুকুরে দেখতে পেয়ে উদ্ধার করে তাদের ক্ষেতলাল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষেতলাল থানার ওসি আরিফুল ইসলাম বলেন,পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!