বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

কুমিল্লায় বাকপ্রতিবন্ধীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৮:০৫ পিএম

কুমিল্লায় বাকপ্রতিবন্ধীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ওই তরুণীর বাবা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে লালমাই থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার কক্ষে এ ধর্ষণ হয়। পরে পুলিশ ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খিসা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই প্রতিবন্ধী তরুণীর বাবা একজন চা বিক্রেতা। ঘটনার দিন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা পুলিশকে জানালে পুলিশ একজনকে গ্রেপ্তার করে। জড়িত অন্য একজনকে ধরতে অভিযান পরিচালনা করছে।’

মামলায় উল্লিখিত আসামিরা হলো- উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৫০) ও মৃত রজ্জব আলীর ছেলে বাহার মিয়া (৫০)।

অভিযোগের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরবি/জেডি

Link copied!