বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

২২ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৯:০৫ পিএম

২২ বছরের পলাতক আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২২ বছর পটুয়াখালীর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ফিরোজ হাওলাদার ২২ বছর পর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮) কাছে ধরা পড়েছে।

শুক্রবার ( ৭ মার্চ) সকাল সোয়া ৮টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে জেলার বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রহমতনগর এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. ফিরোজ বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের কবিরকাঠি গ্রামের বাসিন্দা মজিদ হাওলাদারের ছেলে।

র‍্যাব-৮ জানায়, ২০০৩ সালে জমি-সংক্রান্ত বিরোধে আসামি ফিরোজ ভিকটিমকে কুপিয়ে জখম করে পায়ের রগ কেটে দেন। এ ঘটনায় সেই ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা করেন। ২০০৭ সালে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০০০ টাকা জরিমানার আদেশ দেন। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এ বিষয়ে পটুয়াখালী ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তুহিন রেজা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিরোজকে গ্রেপ্তার করেছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আরবি/জেডি

Link copied!