মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অতিরিক্ত চিনি মজুদ রাখায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৮ ঘটিকায় বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামে ব্যবসায়ী বিল্লাল মিয়ার গোডাউন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. মামুন শরিফ।
এ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ব্যবসায়ীর বিল্লাল মিয়ার ফ্লাটে মিললে প্রায় ৩০০ বস্তুা গুদামজাত চিনি। এ সময় বিল্লাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত চিনি মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির কারনে। পরে জরিমানা শেষে ব্যবসায়ীকে ২৪ ঘন্টার মধ্যে বাজারে চিনি বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মামুন শরিফকে সহযোগিতা করেন গজারিয়া থানা পুলিশ।
গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. মামুন শরিফ বলেন, অভিযান অব্যাহত আছে। ব্যবসায়ীরা নিত্যপণ্য বিক্রয়ে ভোক্তাদের ক্ষতির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :