বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৩:২০ পিএম

সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১৩৭০৫/২০২২ এর মামলার প্রেক্ষিতে সারাদেশে ইটভাটা ধ্বংসের অংশ হিসাবে মেসার্স এস, বি ব্রিকস্  (সাবারী ব্রিকস)  গুড়িয়ে দেয়া হয়েছে। এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরির্দশক  মো. সিরাজুল  ইসলাম ও কমলগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।

জানা গেছে, কমলগঞ্জ শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার সাংসদ সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ এর ভাই কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক কোন ধরনের অনুমতি না নিয়ে এবং স্কুলের পাশে এস বি ব্রিকস ফিল্ড (সাবারী ব্রিকস) নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।  ক্ষমতার অপব্যবহার করে  আইন অমান্য করে কোন ধরনের ছাড়পত্র ছাড়াই এই ব্যবসা পরিচালনা করছিলেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর বলেন, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের পরানধর গ্রামে অবস্থিত মেসার্স এস, বি ব্রিকস্  (সাবারী ব্রিকস)  মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১৩৭০৫/২০২২ এর মামলার প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার নির্দেশে ও বিজ্ঞ জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায়  ইটভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়। 

মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরির্দশক  মো. সিরাজুল  ইসলাম বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

আরবি/এস

Link copied!