সোমবার, ৩১ মার্চ, ২০২৫

সেতু ভেঙে ঝুলে আছে ট্রাক, যান চলাচল বন্ধ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৪:৪৩ পিএম

সেতু ভেঙে ঝুলে আছে ট্রাক, যান চলাচল বন্ধ

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকার ধামরাইয়ে সেতু পারাপারের সময় সেতু ভেঙে ১০ চাকার কয়লা ভর্তি একটি ট্রাকের পিছনের অংশ সেতুতে ঝুলে রয়েছে। এতে যান চলাচল বন্ধ রয়েছে।  সেতুর দুই পাশেই কয়েক কিলোমিটার যানযটের সৃষ্টি হয়েছে। সেতু ভেঙে ট্রাক ঝুলে থাকায় দূর্ভোগে রয়েছে হাজারো পথচারী। শনিবার (৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম এলাকায় বংশী নদীর উপর নির্মিত সেতুতে ব্রিজ ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। 

জানা যায়, দুপুর আড়াইটার দিকে ১০ চাকার কয়লা ভর্তি একটি ট্রাক সেতু পারাপারের সময় স্টিলের সেতু ভেঙে কয়লা ভর্তি ট্রাকের পিছনের অংশ ঝুলে পড়েছে। সেতু ভেঙে পড়ায় কালামপুর, ভালুম, বান্নাখোলা হয়ে আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধসহ দূর্ভোগে রয়েছে হাজারো পথচারী। বর্তমানে সকল প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ওয়াসিম আকরাম বলেন, স্থানীয়রা জানান, কয়েক মাস ধরেই ভালুম এলাকায় বংশী নদীর উপর নির্মিত সেতুটি অনেকটাই দূর্বল হয়ে ছিলো। আজকে কয়লা ভর্তি ১০ চাকার একটি ট্রাক সেতুতে উঠার পরই ট্রাকের ভার বহন করতে না পারায় সেতু ভেঙে যায়। ট্রাকটি বর্তমানে সেতুতে ঝুলে রয়েছে। যদি মালামালসহ ট্রাকটি উদ্ধার করা না হয় তাহলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। 

স্থানীয় ইসমাইল হোসেন বলেন, ১০ চাকার কয়লা ভর্তি ট্রাক এই সেতুর উপর দিয়ে চলাচল করা সম্ভব নয়। সেতু অনেক দূর্বল। ট্রাকের ওজন বইতে না পেরে সেতু ভেঙে ট্রাকটি ঝুলে রয়েছে। এতে আরো বড় ধরনের বিপদ হতে পারে। শুধু তাই নয় পথচলা ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপরদিক  প্রায় ৮ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হবে পথচারীদের। ভোগান্তি চরম আকার ধারণ করার পূর্বেই দ্রুত মালবাহী ট্রাক উদ্ধার করে সেতুটি মেরামত করা প্রয়োজন।

এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মিনারুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেতুটি এলজিইডির না। এটি সড়ক ও জনপথ বিভাগের অধিনে। আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সড়ক ও জনপদ বিভাগ নয়ারহাট শাখার সহকারী প্রকৌশলী আসরাফুজ্জামান বলেন, সেতু ভেঙে মালবাহী ট্রাক ঝুলে রয়েছে এধরণের কোন খবর আমরা পাইনি। আপনার কাছ থেকেই বিষয়টি জানতে পারলা। এখনই এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি আমরা। 

আরবি/এস

Link copied!