মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

গাছে বন্ধুকে বেঁধে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৮:০৩ পিএম

গাছে বন্ধুকে বেঁধে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ছবিঃ সংগৃহিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজ ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ মার্চ) বেলা দেড়টার দিকে গুলিয়াখালী সৈকতে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে সোর্দপ করে।

ভুক্তভোগী জানান, তিনি দুপুরে এক ছেলে বন্ধুর সঙ্গে সৈকতে ঘুরতে যান। একপর্যায়ে চার যুবক তাদের জিম্মি করে উপকূলের ঝাউবাগানে নিয়ে যায়। সেখানে ছেলেটিকে মারধর করে ঝাউগাছের সঙ্গে বেঁধে রেখে জিম্মি করে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

কলেজ ছাত্রী আরও বলেন, তাদের হাত থেকে রেহা পেতে অনেক আকুতি-মিনতি করেছি। তাদের পায়েও ধরেছি। কিন্তু তারপরও তাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারিনি।

স্থানীয় বাসিন্দা মুন্না বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার করেছি। তার চোখেমুখে ছিলো ভয়ের ছাপ। তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে আমাদের জানিয়েছেন।

এ বিষয়ে তিনি বলেন, সৈকতে পযাপ্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। বিভিন্ন সময়ে পর্যটকদের বখাটেদের হয়রানির শিকার হতে হয়। এমন ঘটনা আসলে খুবই খারাপ আমাদের জন্য।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি তদন্ত শেষে জানানো হবে।

আরবি/জেডি

Link copied!