খুলনার কয়রা উপজেলার আমাদী বাজারে রাতের আঁধারে আতিয়ার সরদারদের দোকান ঘর ভেঙে জোর করে দখল করে পাকা ঘর তৈরি করার অভিযোগ উঠেছে আমাদী গ্রামের মো. বাবুল সরদারের পুত্র আক্তার সরদার ও ফারুক সরদারের বিরুদ্ধে।
শনিবার (৮ মার্চ) আনুমানিক ৮টার দিকে আমাদী বাজারে এ ঘটনা ঘটেছে। তাহার এহেন কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে সুধি সমাজের লোকজন।
স্থানীয় সূএে জানা গেছে, আমাদী বাজারে আতিয়ার সরদার প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে আমাদী গ্রামের মৃত অলক কুমার বসুদের জায়গার উপর একটি কাঠের তৈরি ঘরে কাঠ সামগ্রী মালামাল বিক্রি করে। এই জায়গাটি বিভিন্ন সময় ফারুক সরদার লোকজন নিয়ে দখল করতে আসে সে কারণেই মৃত অলক বসুর পুএ অরুন কুমার বসু ১৪৪ ধারায় আদালতে মামলা করেছেন।
হঠাৎ করে শনিবার সন্ধ্যা ৯ টার দিকে আমাদী গ্রামের ফারুক সরদার ২০/২৫ জন লোক নিয়ে দা, লাঠি শাটা এনে কাঠের তৈরি দোকান ঘর ভেঙে দোকানের আসবাবপত্র মালামাল ভেঙে ফেলে দেয়। এবং আশপাশ থেকে ইট এসে কয়েকজন রাজমিস্ত্রি নিয়ে দ্রুতই সেখানেই পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন ।
এ বিষয়ে জানতে চাইলে ফারুক সরদার বিষয়টি অস্বীকার করে বলেন, ওটা আমার দোকান ঘর আমি ভেঙে ঠিক করতেছি।
আমাদী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. আ. আজিজ সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঐ সময় বাড়ি ছিলাম ফোনে শুনলাম ফারুক সরদার বাহিরে থেকে লোক এনে আতিয়ার সরদারের দোকান ঘর ভেঙে ইট দিয়ে ঘর তৈরি করতেছে।
আপনার মতামত লিখুন :