বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

গ্রেপ্তার ৫ ডাকাতের একজন যুবদল, আরেকজন ছাত্রদলকর্মী

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৮:৪৯ পিএম

গ্রেপ্তার ৫ ডাকাতের একজন যুবদল, আরেকজন ছাত্রদলকর্মী

গ্রেপ্তার ডাকাতরা। ছবি: সংগৃহীত

যৌথবাহিনীর অভিযানে কুমিল্লার লালমাই থেকে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত ৩টায় উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর পশ্চিমপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা গ্রামের বাহার মিয়ার ছেলে রাসেল মামুন (৩২), রাসেলের ভাই তুহিন হোসেন (২৯), নাগরীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জোবায়ের (২৫), হারেজ মিয়ার ছেলে ইয়াকুব হোসাইন (২০) ও আমিনুল ইসলামের ছেলে রায়হান (২৬)।

স্থানীয় সূত্র জানায়, রাসেল মামুন নিজেকে যুবদলের বাগমারা দক্ষিণ ইউনিয়ন কমিটির প্রস্তাবিত সদস্যসচিব হিসেবে পরিচয় দিয়ে এলাকায় পোস্টার ও ব্যানার সাঁটাতেন। একইভাবে ইয়াকুব হোসাইন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব হিসেবে পরিচিত ছিলেন এবং বিভিন্ন প্রচার কার্যক্রমে অংশ নিতেন। তবে স্থানীয় যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লালমাই থানার ওসি শাহ আলম বলেন, "গ্রেপ্তারকৃত পাঁচ যুবক তিন মাস আগে দত্তপুরে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে ডাকাতি ও মাদকের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের আদালতে পাঠানো হয়েছে।"

প্রসঙ্গত, গত বছরের ৬ ডিসেম্বর উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামে দুই সহোদর প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির আলমিরার তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুট করে। এ সময় তারা প্রবাসীদের ভাই ও মাকে মারধর করে এবং পিতার পায়ের রগ কেটে রক্তাক্ত জখম করে।

আরবি/একে

Link copied!