সোমবার, ৩১ মার্চ, ২০২৫

সাভারের পাওয়ার গ্রিডে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৯:১৮ এএম

সাভারের পাওয়ার গ্রিডে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ছবি: সংগৃহীত

সাভারের আমিন বাজার এলাকার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। 
মঙ্গলবার (১১ মার্চ) সকালে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তারা। পরে ৭টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়েও কিছু জানা যায়নি।

 

আরবি/এসবি

Link copied!