বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

নিখোঁজের ৫ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০১:১৫ পিএম

নিখোঁজের ৫ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর আবুল হোসেন (৪৫) নামের এক অটোচালকের মরদেহ ভুট্টাখেত থেকে উদ্ধার করেছে পুলিশ ।

 মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভার ২নং ওয়ার্ড দক্ষিণ আজিমপুর এলাকার রিয়াজুলের ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন ঐ এলাকার মৃত. হাসেমের পুত্র।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হন। ওইদিন বাড়ি না ফেরায় বাড়ি লোকজন বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করতে থাকে। এর মধ্যে সোমবার  থানায় জিডি করা হয়। 

আজ মঙ্গলবার হঠাৎ বাড়ির পাশের ভুট্টাখেতে স্থানীয়রা মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। বর্তমানে  সিংগাইর থানার ওসি জে.ও.এম তৌফিক আজম ও ইন্সপেক্টর (তদন্ত) স্বপন কুমার সরকারসহ পুলিশের একটি টিম  ঘটনাস্থলে রয়েছে।

আরবি/জেডআর

Link copied!