কিশোরগঞ্জ সদর উপজেলার একরামপুর সিএনজি স্ট্যান্ড এলাকার একটি ভাঙারি দোকান থেকে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত সোয়া ১২টার দিকে উপজেলার একরামপুরের টুটুল এন্টার প্রাইজ নামক একটি ভাঙারির দোকানের মালিক মো. টুটুল মিয়া দোকানের ভেতরে একটি মর্টারশেল দেখতে পান। বিষয়টি তিনি তৎক্ষণাৎ পুলিশকে জানান।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস রুপালী বাংলাদেশকে জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি শনাক্ত করে এবং সেনাবাহিনীকে অবগত করে।
ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়ে মর্টারশেলটিকে রাত সোয়া ১টার দিকে বালতির ভিতর বালু চাপা দিয়ে রাখে। বুধবার ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম এসে মর্টারশেলটি নিরাপদ স্থানে নিয়ে ধ্বংস করবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :