সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ফটিকছড়িতে অটোচালক হত্যা: গ্রেপ্তার ২

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০১:৩৭ এএম

ফটিকছড়িতে অটোচালক হত্যা: গ্রেপ্তার ২

ছবি: রূপালী বাংলাদেশ

ফটিকছড়ির দাঁতমারায় অটোচালক মো. বেলাল (৩৬) হত্যা মামলার আসামি দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাগান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগান বাজার ইউনিয়নের লালমাই রাজাঘাট এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে মো: শহীদ মিয়া (৩২) ও পূর্ব গজারিয়া এলাকার মৃত শেখ আহম্মেদের ছেলে আবু তাহের (৩০)।

আবু তাহেরের বাড়ী পূর্ব গজারিয়া হলেও বেশীরভাগ সময় তিনি দাঁতমারা ইউনিয়নের বড়ইতলী তার শশুর বাড়ীতে বসবাস করতেন।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি নিউ দাঁতমারা চা বাগানের ৫নং ব্লকে অটোচালক মো. বেলাল (৩৬)-কে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনার  পর বেলালের স্ত্রী নুর নাহার বাদী হয়ে ভূজপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আসামিদের ধরতে নানাভাবে চেষ্টা অব্যাহত রাখেন পুলিশ। সবশেষ ১৮ মার্চ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, "ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করার পর উর্ধতন কর্মকর্তাদের পরামর্শ নিয়ে কাজ শুরু করি।

এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ১৯ দিন পর জড়িতদের মধ্যে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হই।"

 

আরবি/জেডআর

Link copied!