সোমবার, ৩১ মার্চ, ২০২৫

কলেজছাত্র হত্যায় প্রেমিকাসহ গ্রেপ্তার ৪, অপরাধীদের বাড়িতে আগুন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০২:৫১ পিএম

কলেজছাত্র হত্যায় প্রেমিকাসহ গ্রেপ্তার ৪, অপরাধীদের বাড়িতে আগুন

ছবি: রূপালী বাংলাদেশ

অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামে এক কলেজছাত্রকে অপহরণ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করার পরও তাকে হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া এবং নৃশংসভাবে হত্যার দায়ে বিক্ষুদ্ধ জনতা সিজান আলীর বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গেলেও তাদের আগুন নেভাতে বাধা দেয় বিক্ষুদ্ধরা। একই সঙ্গে সিজান আলীর মা শিউলী বেগমকে মারপিট করে পুলিশে দেয়। এর মধ্যে মিলনের কথিত প্রেমিকাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

অন্যদিকে, বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে স্থানীয়রা।

জানা যায়, অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে কলেজছাত্র মিলনকে গত ২৩ ফেব্রুয়ারি রাতে অপহরণ করে তারই বন্ধু সেজান আলী সহ একটি চক্র। ওইদিন রাত ১ টার সময় ভুক্তভোগী পরিবারকে ফোনে অপহরণের বিষয়টি জানায় অপহরণকারীরা। প্রথমে ১২ ঘণ্টার মধ্যে মুক্তিপণের ৩ লাখ টাকা দাবি করে তারা। অপহৃতার পরিবার ৩ লাখ টাকা দিতে রাজি হলে চক্রটি ৫ লাখ টাকা দাবি করে। পরদিন দাবির পরিমাণ বেড়ে ১০ লাখ টাকা হয়। তিনদিন পরে ১৫ লাখ টাকা চায় চক্রটি। সবশেষে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। ৯ মার্চ রাতে মুক্তিপণের ২৫ লাখ টাকা অপহরণকারী বুঝে পায়।

অপহরণকারীদের পরামর্শ মতে, অপহৃত মিলনের বাবা পানজাব আলী ২৫ লাখ টাকা একটি ব্যাগে ভর্তি করে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস টেনে উঠে এবং সেনয়া নামক স্থানে রাস্তার পাশে ফেলে দেয়। টাকা পাওয়ার পর চক্রটি ছেলেকে দিনাজপুর রেলস্টেশনে ফেরত দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু সারারাত অপেক্ষা করেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। মানববন্ধনও করা হয়। অবশেষে অপহরণের ২৫ দিন দিন পর পুলিশ প্রযুক্তির সহায়তায় মিলনের বন্ধু সিজান আলী ও মুরাদ নামে দুইজনকে বুধবার গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা অপহরণ ও হত্যার কথা স্বীকার করলে রাতেই সেজানের বাড়ির পাশে ওয়াপদার একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অপহৃত মিলনের গলিত মরদেহ উদ্ধার করে ডিবি পুলিশ।

নিহত মিলন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার খনগাও ইউনিয়নের চাপাপাড়া গ্রামের পানজাব আলীর ছেলে।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার মহেশপুর পশ্চিমপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে সিজান (২৮), আরাজী পাইকপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মুরাদ(২৫), কথিত প্রেমিকা সালন্দর শাহীনগর (তেলীপাড়া) গ্রামের আব্দুল রাজ্জাকের মেয়ে মোছা. রত্না আক্তার ইভা (১৯) এবং সিজানের মা শিউলী বেগম।

এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহেদুর রহমান বলেন, ‘বুধবার রাতে মিলনকে অপহরণে ঘটনায় আমরা দুইজনকে গ্রেপ্তা করি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবা করলে ও তাদের দেখানো মতে মরদেহ উদ্ধার করেছি।’

সকালে বিক্ষুদ্ধ জনতা সিজান আলীর মহেশপুর গ্রামের বাড়ি ও তুলার দোকানঘর আগুন দিয়েছে। এ সময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে গেলে বিক্ষুদ্ধ জনতা তাদের বাধা দেয়। এ সময় তার মা শিউলী বেগম বাধা দিতে গেলে বিক্ষুদ্ধ জনতা তাকে মারপিট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গ্রেপ্তার সিজানের দেওয়া তথ্যমতে, ডিবি পুলিশ মুরাদের হেফাজত থেকে ৪ লাখ ৯৭ হাজার  টাকা উদ্ধার করা করেছে।

এদিকে বৃহস্পতিবার সকালে নিহত মিলনের পরিবার এবং এলাকাবাসী ঠাকুরগাঁও শহরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে এ ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছে। জড়িতদের সর্বোচ্চ শাস্তি হবে মিলনের পরিবারকে আশ্বস্ত করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

আরবি/এসআর

Link copied!