ময়মনসিংহের নান্দাইলে উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে পদবঞ্চিত অপর পক্ষের হামলার ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) নান্দাইল মডেল থানায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
উপজেলার জাহাঙ্গীপুর ইউনিয়নের দেউল ডাংরা গ্রামের মৃত মিজানুর রহমান ভূইঁয়ার পুত্র যুবদল নেতা মোঃ আতিকুজ্জামান ভূইঁয়া নউফেল বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় নান্দাইল উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন ফেরদৌস, জহিরুল হক, মোবারক হোসেন উজ্জলসহ ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ জনের নামে নান্দাইল মডেল থানায় ২৩ (৩) ২০২৫ইং ধারা বিস্ফোরক আইনের ৩/৪ সহ ১৪৩/৩২৩/ ৩২৬/ ৩০৭/৩৪১ বা:দ:বি: মোতাবেক এই মামলা রেকর্ড করা হয়েছে।
নান্দাইল মডেল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোজাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :