সোমবার, ৩১ মার্চ, ২০২৫

মির্জাপুরে গুলি করে পশু ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাই

মো. শিপন মিয়া, মির্জাপুর

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১২:১৬ এএম

মির্জাপুরে গুলি করে পশু ব্যবসায়ীর ৮০ লাখ টাকা ছিনতাই

ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে গুলি করে পশু ব্যবসায়ীদের ৮০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর পর উপজেলার গোড়াই-সখিপুর রোডের পাঁচগাও এলাকায় এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পশু ব্যবসায়ীরা হলেন- রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারুল(৩০), একই এলাকার লিটন মিয়া(২৮), মনিরুল, জেবেল মিয়া (৩২)।

ব্যবসায়ী পিয়ারুল জানান,মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা হাটে ২৮টি মহিষ বিক্রির পর ব্যবসায়িক কাজ শেষ করে সন্ধ্যায় তারা প্রাইভেটকারযোগে নিজ এলাকা রাজশাহীর উদ্দেশ্যে ফিরছিলেন।

পথিমধ্যে ইউনিয়নের বাঁশতৈল বাজারে আসতেই সন্ধ্যার আযান পড়ে। এরপর কিছুপথ পাড়ি দিয়ে পাঁচগাও এলাকায় পৌঁছালে আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে ৪-৫টি মোটরসাইকেল ও একটি সাদা রঙের হায়েচ তাদের গাড়ির গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা এলোপাথাড়ি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর গাড়ির গ্লাস ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সঙ্গে থাকা ৮০ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। এমনকি গাড়ির চাবিও নিয়ে নেয়। 

ছিনতাইকারীরা টাকা নিয়ে সাথে সাথে গোড়াই-সখিপুর রোড দিয়ে দক্ষিণে চলে যায়।

খবর পেয়ে মির্জাপুর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান মাহাবুব সিদ্দিকী, মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন পুলিশের একাধিক টিম নিয়ে ঘটনাস্থলে যান।

বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি মোশারফ হোসেন।

এছাড়াও র‍্যাবের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন।

আরবি/জেডআর

Link copied!