মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জে ১৭৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ০৩:৩৭ পিএম

মুন্সীগঞ্জে ১৭৩ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের মীরকাদিম ও সিপাহীপাড়ায় রাতভর অভিযানে প্রায় ১৭৩কোটি টাকা মূল্যের অবৈধ অবৈধ কারেন্ট জাল এবং সুতার রিল জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত হতে সকাল ৭টা পর্যন্ত কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জের মীরকাদিম ও সিপাহীপাড়ায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকা হতে ৩টি জাল তৈরির কারখানা, ২টি গোডাউন ও ১টি আয়রন মিল তল্লাশি করে ৪ কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৪০ হাজার পিচ সুতার রিল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা।

তিনি আরও জানান, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

আরবি/আবু

Link copied!