সোমবার, ৩১ মার্চ, ২০২৫

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চরফ্যাশনে চালকদের মাঝে ভেস্ট প্রদান

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০২:৫০ পিএম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চরফ্যাশনে চালকদের মাঝে ভেস্ট প্রদান

ছবি: সংগৃহীত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ভোলার চরফ্যাশনে ভাড়ায় চালিত যানবাহন চালকদের চিহ্নিত করণে ৩০০টি ভেস্ট প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চালকদের মাঝে এসব ভেস্ট প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।

তিনি বলেন, ‘ঈদযাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে চালকদের মাঝে প্রাথমিকভাবে ৩০০টি ভেস্ট প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে বাড়ানো হবে। প্রতিটি ভেস্টে সিরিয়াল নম্বর দেওয়া আছে। এসব চালকদের তথ্য চরফ্যাশনের প্রতিটি থানায় সংরক্ষিত থাকবে, যা পর্যটকদের নিরাপদ যাতায়াতে সহায়ক হবে। যদি ভেস্ট পরিহিত কোন চালক যাত্রীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে তাহলে ওই যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ওই চালকে চিহ্নিত করা যাবে।’

এ সময় চরফ্যাশন উপজেলার চার থানার ওসি সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আরবি/এসআর

Link copied!