ঠাকুরগাঁওয়ে অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পরপরই একজন মারা যান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় পন্চগড়-রুহিয়া রেললাইনের দীপশিখা উচ্চ বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২৬ মার্চ) দুপুরে পন্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৯৪ ডাউন পন্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া রেল স্টেশনে প্রবেশের পূর্বে দীপশিখা উচ্চ বিদ্যালয়ের কাছে আসলে একটি মোটর সাইকেলে করে ২ ব্যক্তি রেল লাইন পার হচ্ছিল।
অসাবধানতা বশত: রেল লাইন পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনটি তাদের ধাক্কা দিলে মোটর সাইকেলের ২ আরোহী দুদিকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি ট্রেনের ইন্জিনে আটকে গিয়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়।এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় ।
স্থানীয়রা আহত ২ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে ভর্তি করে।জরুরী বিভাগে নেওয়ার পরপরই অজ্ঞাতনামা একজন ব্যক্তি মারা যায় এবং অপর আহত মানিক (২৫)কে হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।তার বাড়ি জেলার বালিয়াডাংগী উপজেলার পারুয়া এলাকায়।
হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা.রাকিবুল আলম চয়ন জানান, ট্রেনের ধাক্কায় আহত ২ ব্যক্তির মধ্যে একজন মারা গেছেন।অপর ব্যক্তির অবস্থাও আশংকাজনক।
আপনার মতামত লিখুন :