সোমবার, ৩১ মার্চ, ২০২৫

খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৮:৩৫ পিএম

খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযথ মর্যাদায় খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে গণহত্যা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট পরিচালনা কমিটির আহবায়ক জয়া ত্রিপুরা। 

এসময় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর পরিচালক ঞ্যোহ্লা মং সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত উপ পরিচালক জিতেন চাকমা।

এসময় সংঙ্গীত শিল্পী, বাদ্যযন্ত্র শিল্পী, নাট্য শিল্পী, নৃত্য শিল্পী বৃন্দরা উপস্থিত ছিলেন।  এর আগে ইনস্টিটিউট এর পরিচালক ঞ্যোহ্লা মং নের্তৃত্বে চেঙ্গী স্কোয়ার সংলগ্ন এলাকায় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধে বীর শহীদের প্রতি পুষ্প স্তবক অর্পণ করে  শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরবি/আবু

Link copied!