চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় চার থেকে পাঁচটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বুধবার (২৬ মার্চ) রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, একাধিক বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এক প্রত্যক্ষদর্শী জানান, ‘বহদ্দারহাট থেকে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখি বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের ফুলকি রাস্তায় পড়ছে। আমি খুব কাছাকাছি ছিলাম, দৌড়ে সরেই অল্পের জন্য রক্ষা পেয়েছি।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, বহদ্দারহাট থেকে শুলকবহর যাওয়ার পথে একাধিক বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগকে সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বলা হয়। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মোকাররম হোসেন বলেন, ‘শর্টসার্কিটের ফলে হাইভোল্টেজ তার ছিঁড়ে খুঁটিতে থাকা ইন্টারনেট ক্যাবল ও অন্যান্য তারের ওপর পড়লে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো ঘরবাড়ির ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে শর্টসার্কিটের কারণেই আগুন লাগার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’
পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, বৈদ্যুতিক খুঁটির হাইভোল্টেজ তার থেকে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো ধরনের নাশকতা হয়েছে বলে পুলিশ এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি।
আপনার মতামত লিখুন :