সোমবার, ৩১ মার্চ, ২০২৫

৭ আগ্নেয়াস্ত্রসহ ৫ জলদস্যু আটক

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০২:৫৮ পিএম

৭ আগ্নেয়াস্ত্রসহ ৫ জলদস্যু আটক

ছবি: রূপালী বাংলাদেশ

ভোলার তজুমদ্দিন উপজেলার দুর্গম চর মোজাম্মেল এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৭ আগ্নেয়াস্ত্রসহ ৫ জলদস্যুকে আটক করেছে। 

বুধবার (২৬ মার্চ) মধ্যরাতে তাদের ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ারসহ আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ভোলা খেয়াঘাট সড়কে কোস্টগার্ড বেইসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

আটককৃত জলদস্যুরা হলেন- মো. হারুন দফাদার (৫০), মো.  রুবেল (২৬), মো.  কবির মাঝি (৪৭), মো.  ইউনুস (৩৬) এবং মো.  ফেরদৌস ওরফে হেজু (৪০), সর্বসাং-চর মোজাম্মেল, তজুমুদ্দিন, ভোলা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, আটককৃত জলদস্যুরা চর মোজাম্মেল এলাকার সালাউদ্দিন বাহিনীর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে জলদস্যুতা করে আসছে বলে কোস্টকার্ডের কাছে অভিযোগ রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরবি/জেডআর

Link copied!