সোমবার, ৩১ মার্চ, ২০২৫

পাবনায় ভুয়া মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার দাবিতে জেলা বিক্ষোভ

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ০৭:৩৩ পিএম

পাবনায় ভুয়া মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার দাবিতে জেলা বিক্ষোভ

ছবি: রূপালী বাংলাদেশ

শহীদ জিয়াউর রহমান কে স্বাধীনতার ঘোষক অস্বীকার করা ফেসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের তৈরী করা ভূয়া মুক্তিযোদ্ধাদের বাছাই করে অবিলম্বে গ্রেফতারের দাবীতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। 

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ২৬ মার্চ পাবনায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার তার বক্তব্য ‘মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন’ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক বলায় অনুষ্ঠানস্থলে হট্রগোল শুরু করে অনুষ্ঠানে আসা মুক্তিযোদ্ধাদের কয়েকজন।

আরবি/আবু

Link copied!