মোটরসাইকেল দুর্ঘটনায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার যুবদল নেতা রফিকুল ইসলামের (৪৮) মৃত্যু হয়।
তিনি দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পশ্চিম সুখানগাড়ী এলাকার মৃত: ময়েজউদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যক্তিগত কাজে জয়পুরহাট জেলায় যান।
কাজ শেষে সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ফেরার পথে হিচমি এলাকায় তার ব্যক্তিগত মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী কোচের ধাক্কা লাগলে রাস্তার পাশে ছিটকে পড়ে যান। এরপর স্থানীয় লোকজন রফিকুলকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুলের বড় ভাই, স্ত্রী সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আপনার মতামত লিখুন :