সোমবার, ৩১ মার্চ, ২০২৫

যুবককে উলঙ্গ করে ভিডিও ধারণ, বিএনপি নেতা গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০২:৩৭ পিএম

যুবককে উলঙ্গ করে ভিডিও ধারণ, বিএনপি নেতা গ্রেপ্তার

ফাইল ছবি

বরগুনার পাথরঘাটায় যৌথবাহিনীর হাতে পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গদি কালাম গ্রেপ্তার হয়েছেন।

তিনি পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। সম্প্রতি প্রবাসী এক যুবককে উলঙ্গ করে ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় মামলা হলে এই বিএনপি নেতাকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৬ মার্চ রাত দশটার সময় প্রবাসী নাজমুল জমাদ্দারকে বিএনপি নেতা গদি কালাম ও তার লোকজন ধরে নিয়ে একটি আবাসনে নিয়ে যায়। সেখানে আগে থেকেই রাখা এক নারীর পাশে নিয়ে জোর করে কাপড় খুলে তা ভিডিও ধারণ করে এবং মোটা অংকের টাকা চাঁদাদাবি করেন। 

পরে ভুক্তভোগী নাজমুল কিছু টাকা দেয়ার পর গদি কালামের চাহিদার সব টাকা দিতে না পারায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেয়।

এঘটনায় ভুক্তভোগী নাজমুল জমাদ্দারের মা রানী বেগম ২৮ মার্চ পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে গদি কালামকে প্রধান অভিযুক্ত করে মামলা দায়ের করে। মামলা হওয়ার পরে রাত সাড়ে তিনটায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা গদি কালাম গ্রেপ্তার হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, আবুল কালাম ওরফে গদি কালামের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ৮ এর (১)(২)(৩)(৫) ধারায় মামলা হওয়ায় যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। 

আরবি/আবু

Link copied!