সোমবার, ৩১ মার্চ, ২০২৫

১৪ তলা ছাদ থেকে লাফিয়ে পড়ে তরুণীর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৫:১৮ পিএম

১৪ তলা ছাদ থেকে লাফিয়ে পড়ে তরুণীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে ১৪ তলা ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণী (২২) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে শহরের গাঙ্গিনারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি হত্যা নাকি আত্নহত্যা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ভবনের বাসিন্দাদের বরাত দিয়ে তিনি আরো বলেন, মেয়েটি দুপুরে ভবনের ১৪ তলা ছাদে ওঠে। এ সময় লাফিয়ে আত্নহত্যা
করেছেন। মেয়েটিকে কেউ চিনতে পারছেন না। তিনি ওই ভবনে থাকতেন না।

মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্নহতা, তদন্ত চলছে।
 

আরবি/জেডআর

Link copied!