সোমবার, ৩১ মার্চ, ২০২৫

চোরচক্রের হোতাসহ গ্রেপ্তার পাঁচ, ৯ মোটরসাইকেল উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ০৯:০০ পিএম

চোরচক্রের হোতাসহ গ্রেপ্তার পাঁচ, ৯ মোটরসাইকেল উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার শ্যামনগর থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।। ২৭ মার্চ রাতে শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়ায় ৯টি মোটসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে চিংড়ীখালী গ্রামের আরশাদ গাজীর পুত্র আবু বক্কার, কালিগঞ্জের কাকশিয়ালী গ্রামের মৃত হাসান গাজীর পুত্র সালা উদ্দীন গাজী, শ্যামনগরের সোরা গ্রামের ছাকাত গাজীর পুত্র শাহাজাহান, গাবুরার আ. গফুরের পুত্র আতিকুর রহমান সাজু এবং ইউনুস গাজীর পুত্র মোস্তাফিজুর রহমান। তাদের বিরুদ্ধে শ্যামনগরসহ অন্যান্য থানায় একাধিক চুরি, অস্ত্র, মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবু বক্কার গাজী আন্তঃজেলা চোর চক্রের হোতা।

এ ব্যাপারে শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্লা জানান, শ্যামনগরে একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটিয়ে আসছিল এর জের ধরেই গত কয়েকদিনের অভিযানের ভিত্তিতে তাদের গ্রেপ্তার  করা হয়। গ্রেপ্তারকৃত আসামিগণ আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের সদস্য সক্রিয় সদস্য।

আরবি/জেডআর

Link copied!